ইবির ডেবেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রবীণ বিদায়
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৬:১০ | অনলাইন সংস্করণ
ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেবেলপমেন্ট স্টাডিজ বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।
বিভাগটির সভাপতি সহকারী অধ্যাপক আতিফা কাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড নকীব মোহাম্মদ নসরুল্লাহ,বিশেষ অতিথি হিসেবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি, বিভাগটির সাবেক সভাপতি ড. রাকিবা ইয়াসমিন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য শিক্ষক এবং শতাধিক নবীন ও প্রবীণ শিক্ষার্থী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, অতিথিদের আসন গ্রহণ ও ফুল দিয়ে বরণ, প্রবীণদের ক্রেস্ট দিয়ে বিদায় দেওয়া হয়। পরবর্তীতে সাংস্কৃতিক পর্বের মাধ্যমের অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উপাচার্য বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও শিক্ষার্থীদের ডিগ্রি অর্জন তাদের পরিশ্রমের প্রমাণ। সঠিক প্রস্তুতি নিলে এই পরিশ্রমের ফল পাওয়া যাবে। তিনি সরকারি চাকরি, বিশেষ করে বিসিএসের পাশাপাশি কর্পোরেট ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়ার ওপর গুরুত্ব দেন। চাকরির বাজারে কার্যকর ইংরেজি ও যোগাযোগ দক্ষতা জরুরি বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, পরিশ্রমী ও দেশ-সমাজের প্রতি দায়বদ্ধ হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।
আমার বার্তা/সাব্বির আহমেদ/এমই
