রাজধানীতে শীতের দাপট, ঘন কুয়াশায় ব্যাহত জনজীবন
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১২:২৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

রাজধানী ঢাকায় শীত যেন আরও জেঁকে বসেছে। পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশার ঘনত্ব। কোথাও কোথাও বইছে হিমেল হাওয়া। রাতের শেষ প্রহর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো শহর। শীতের প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
শুক্রবার (২ জানুয়ারি) ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। কুয়াশার কারণে রাস্তাঘাটে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। ঝাপসা পরিস্থিতিতে গাড়িগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
ছুটির দিন হওয়ায় অন্য দিনের তুলনায় সড়কে মানুষের চলাচল কিছুটা কম ছিল। তবে কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় একাধিক গরম কাপড় পরেও শীতের তীব্রতা সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে অনেকের জন্য।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
আমার বার্তা/জেএইচ
