রাজশাহীতে ট্রাক উল্টে দুই পা বিচ্ছিন্ন রায়হান মারা গেছেন, নিহত বেড়ে ৫
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১৯:২৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

রাজশাহীর পুঠিয়ায় বালুবোঝাই ট্রাক উল্টে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত রায়হান ইসলামের (৪০) মৃত্যু হয়েছে।
এর আগে সকাল ৬টার দিকে এ ঘটনায় রায়হানের দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর তাকে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
নিহত রায়হানের বাড়ি চারঘাটের খুঁটিপাড়ায়। তার বাবার নাম আব্দুল জলিল। রায়হান ছোট বেলা থেকে কলার ব্যবসা করে। তার পেশা হাটে কলা কিনে জেলার বাইরের ব্যবসাদের কাছে বিক্রি করেন। সংসার জীবনে রায়হানের দুই মেয়ে ও এক ছেলে। এরমধ্যে বড় মেয়ের বিয়ে হয়েছে। এছাড়া রাহানের স্ত্রী গৃহীনি।
এ বিষয়ে রামেক হাসপাতালে মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রায়হানের মৃত্যু হয়েছে। তার মরদেহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর কলাহাটে ট্রাক উল্টে ঘটনাস্থলেয় চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় দুই পা বিচ্ছিন্ন হয়ে আহত হন চারঘাটের রায়হান।
নিহতরা হলেন- নাটোর সদরের কাফুরিয়া এলাকার শাহিনের ছেলে সিয়াম (১৫), সদরের পাকিপাড়ার আক্কেল প্রামানিক ছেলে মুনকের (৩৫) বাগাতিপাড়া সালাইনগরের সৈয়দ উদ্দিনের ছেলে সেন্টু (৪০) ও চারঘাটের অস্কারপুরের মৃত মাহাতাবের ছেলে ইসলাম উদ্দিন (৬০)।
এ বিষয়ে পবা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজি বলেন, নিহতের স্বজনরা আসছেন। তারা এলে এ বিষয়ে মামলা হবে।
আমার বার্তা/এমই
