নানা রকম পরিবর্তনের প্রত্যয়ে নবগঠিত কমিটি
গাজরিয়া সচেতন সমাজের আত্মপ্রকাশ
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১৬:০৫ | অনলাইন সংস্করণ
মুকবুল হোসেন:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মানবিকতা, সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার প্রত্যয়ে গজারিয়া সচেতন সমাজের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করা হয়।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি রেস্টুরেন্টের তৃতীয় তলায় অনুষ্ঠানটি সম্পুর্ন হয়।
গজারিয়া উপজেলার সামাজিক উন্নয়ন, মানবাধিকার ও নাগরিক সচেতনতা জোরদার করার লক্ষ্যে একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন হিসেবে, স্বেচ্ছাসেবী উদ্যোগ, নাগরিক সংগঠন ও সচেতন ব্যক্তিদের একত্রিত করে একটি যৌথ ও সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে সংগঠনটি। জনস্বার্থ সামাজিক ন্যায় ও টেকসই উন্নয়নের প্রশ্নে সংগঠনটি একটি ঘটনামূলক প্রেশার গ্রুপ হিসাবে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট অংশী জনের উপর শান্তিপূর্ণ গণচাপ সৃষ্টিতে ভূমিকা রাখবে। গজারিয়া সচেতন সমাজের মূল নীতি হিসেবে মানবাধিকার ,সামাজিক ন্যায় বিচার, স্বচ্ছতা ,জবাবদিহিতা, নৈতিকতা ,গণতান্ত্রিক অংশগ্রহণ ও সমান সুযোগ নিশ্চিত করার বিষয়গুলোকে অগ্রাধিকার দেয়া হয়েছে। সংগঠনটি বিশ্বাস করে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমেই একটি সুস্থ সচেতন ও উন্নত সমাজ গরে তোলা সম্ভব। সকল শ্রেণী পেশার মানুষদের সমন্বিত করে ন্যায় ভিত্তিক মানবিক উন্নত গজারিয়া গড়ে তোলার আহবান জানানো হচ্ছে, মর্মে আলোচনা শেষে সংগঠনের পক্ষ থেকে প্রেস রিলিজ দিয়ে গণমাধ্যমে জানানো হয়।
সংগঠনের আহ্বায়ক কমিটির সভাপতি, মো. হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেনেসাঁ ফাউন্ডেশন চেয়ারম্যান, ও সচেতন সমাজের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান, আতাউর রহমান, নবগঠিত কমিটির,সভাপতি মো. রুহুল আমিন খান, সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার,দিদার আলম। আরও বক্তব্য রাখেন ৭১ টিভি চ্যানেল এর সাংবাদিক মো. মাসুদ, অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি কৃষক দল আহবায়ক, সিরাজুল ইসলাম পিন্টু, বাউশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান,এবাদুল হক,ইমরোজ্জোহা চৌধুরী ছোটন, সংগঠনের সদস্য, সাংবাদিক শেখ নজরুলসহ গণ্যমান্য অনেকেই।
আমার বার্তা/এমই
