ঝালকাঠিতে সনাতন ধর্মাবলম্বীর জামায়াতে যোগদান
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১২:১৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ঝালকাঠিতে শতাধিক সনাতন ধর্মাবলম্বী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত একটি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা দলে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ নেয়ামুল করিম। এ সময় নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একসঙ্গে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বীর রাজনৈতিক দলে যোগদানের এ ঘটনাটি জেলাজুড়ে বেশ আলোচনার সৃষ্টি করেছে।
দলে যোগদানকারী কীর্ত্তিপাশা ইউনিয়নের বাসিন্দা সুজিত ঘরামী বলেন, জামায়াতে ইসলামীর আদর্শিক অবস্থান, শৃঙ্খলাবোধ এবং সমাজকল্যাণ মূলক কার্যক্রম আমাদের আকৃষ্ট করেছে। মূলত এই স্বচ্ছ ও জনকল্যাণমুখী রাজনীতির প্রতি আকৃষ্ট হয়েই আমরা স্বেচ্ছায় এই দলে যুক্ত হয়েছি।
ঝালকাঠি-২ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ নেয়ামুল করিম বলেন, জামায়াতে ইসলামী ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে রাজনীতি করে। আমাদের দলে যোগদানের ক্ষেত্রে কোনো ধর্মীয় বিভাজন নেই। সমাজে ন্যায়বিচার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যেই মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন।
জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর প্রতি সাধারণ মানুষের আস্থা প্রতিনিয়ত বাড়ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। ইনসাফ কায়েমের রাজনীতিতে অনুপ্রাণিত হয়েই বিভিন্ন ধর্মের মানুষ আমাদের ছাতার নিচে আসছেন।
আমার বার্তা/এল/এমই
