বিজিএমইএ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিনিয়োগ প্রশিক্ষণ দিল বিআইসিএম
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১৬:০৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রশিক্ষণ আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।
সোমবার (১২ জানুয়ারি) বিইউএফটির মাল্টিপারপাস হলে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটির ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. আইয়ুব নবী খান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আলমগীর হোসাইন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ডিস্টিংগুইশড অধ্যাপক মো. মুইনুদ্দীন খান।
প্রধান অতিথি বিইউএফটির ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. আইয়ুব নবী খান বলেন, প্রত্যেকের সঞ্চয়ের প্রবণতা থাকা প্রয়োজন। ঘর থেকেই এই প্রবণতা শুরু করতে হবে। বর্তমানের সঞ্চয় ভবিষ্যতের বিপদে বড়ো উপকারে আসে।
তিনি বলেন, ক্যাপিটাল মার্কেট বিনিয়োগের একটি উত্তম জায়গা। শিক্ষার্থীরা যেন তাদের সঞ্চয় যথাযথভাবে বিনিয়োগ করতে পারে সে লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন।
ট্রেজারার অধ্যাপক ড. মো. আলমগীর হোসাইন বলেন, শিক্ষার্থীদের পুঁজিবাজার সম্পর্কিত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণ থেকে শিক্ষার্থীরা জ্ঞান লাভ করে বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এস এম আক্তারুজ্জামান, বিআইসিএমের সহযোগী অধ্যাপক ফয়সাল আহমেদ খান, বিইউএফটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক এ টি এম আদনান, বিআইসিএমের প্রভাষক ইমরান মাহমুদ ও প্রভাষক গৌরব রায় উপস্থিত ছিলেন।
বিআইসিএমর সহযোগী অধ্যাপক ফয়সাল আহমেদ খান, প্রভাষক ইমরান মাহমুদ ও প্রভাষক গৌরব রায় বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামটির বিভিন্ন সেশন পরিচালনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী হুমায়রা দিবা ও সাইয়েদা মারইয়াম বিসমা।
প্রসঙ্গত, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি ও বিনিয়োগে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে তাদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির ধারাবাহিক প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আজ বিইউএফটির শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করে বিআইসিএম।
আমার বার্তা/এমই
