বিনিয়োগকারীদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারেনি ওয়ান স্টপ সার্ভিস: বিডা চেয়ারম্যান
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১৩:০৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বিনিয়োগকারীদের দ্রুত সেবা দিতে বিডার ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) কাজ করলেও কাঙ্ক্ষিত সেবা দিতে না পারার অভিযোগ স্বীকার করেছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে এক চুক্তি সই অনুষ্ঠানে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করেন।
তিনি জানান, দ্রুত বিনিয়োগ সেবা নিশ্চিতে বিডার ওয়ান স্টপ সার্ভিসে আরও ১১টি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে; ৭টি সিটি করপোরেশন ও ৪টি ব্যাংক।’
এ সময় বিনিয়োগকারীদের দ্রুত সেবা দিতে বিডার ওএসএস কাজ করলেও কাঙ্ক্ষিত সেবা দিতে না পারার অভিযোগ স্বীকার করে নেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
তিনি বলেন, ‘এখনো বিনিয়োগকারীদের সিম লেস সেবা নিশ্চিত করা সম্ভব হয়নি।’
আমার বার্তা/এল/এমই
