ই-পেপার বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

সেশনজটকে সঙ্গী করেই ক্লাস শুরুর পথে সাত কলেজ

আমার বার্তা অনলাইন:
০১ জানুয়ারি ২০২৬, ১৩:৪৬

দীর্ঘ এক বছরের সেশনজট মাথায় নিয়ে অবশেষে সরকারি সাত কলেজে স্নাতক প্রথম বর্ষের শ্রেণি কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্লাস শুরুর প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সাত কলেজের সব বিভাগে একযোগে শিক্ষার্থীদের জন্য পরিচিতি সভা বা ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হচ্ছে। এই সভার মধ্য দিয়ে ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়মিত একাডেমিক কার্যক্রমে ফেরানোর প্রক্রিয়া শুরু হলো।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (বাস্তবায়ন প্রক্রিয়াধীন) অধীনে ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য এই পরিচিতি সভার আয়োজন করা হয়েছে। এতে সাত কলেজের নতুন ভর্তি হওয়া সব বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগে অংশ নিয়েছেন।

তবে শুরুতে কিছু ক্ষেত্রে প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে সামান্য ঘাটতি থাকলেও বর্তমানে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস। তিনি বলেন, শুরুর দিকে কিছু জায়গায় সমস্যা ছিল। তবে এখন একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। আমরা আশা করছি সামনে আর কোনো বড়ো ধরনের জটিলতা হবে না।

প্রথম বর্ষের পরীক্ষার বিষয়ে তিনি জানান, ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছিল। সেই বিবেচনায় বর্তমানে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রায় আট মাস সময় হাতে রয়েছে।

এই সেশনের ক্লাস শেষ করতে এই সময়টুকুই যথেষ্ট উল্লেখ করে অধ্যাপক এ কে এম ইলিয়াস আরও বলেন, আমরা মনে করছি এবং নির্ধারিত সময়ের মধ্যেই সিলেবাস শেষ করে পরীক্ষা নেওয়া সম্ভব হবে। নিয়মিত ক্লাস ও একাডেমিক তৎপরতা অব্যাহত থাকলে শিক্ষার্থীদের কোনো ধরনের একাডেমিক ক্ষতি হবে না। প্রশাসন ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টায় সেশনজট কাটিয়ে স্বাভাবিক শিক্ষাবর্ষে ফিরে আসাই এখন মূল লক্ষ্য।

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ মার্চ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সরকারকে রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বা ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি সরকারি বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করে। কলেজগুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

পরবর্তী সময়ে সরকারও বিষয়টি আমলে নিয়ে সাত সরকারি কলেজকে একীভূত করে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নেয়। যার চূড়ান্তকরণের কাজ বর্তমানে চলমান রয়েছে।

আমার বার্তা/এল/এমই

শীতকালীন অবকাশ শেষে মুখরিত বিদ্যালয় প্রঙ্গন

বার্ষিক পরীক্ষার সমাপ্তি, শীতকালীন অবকাশ, মহান বিজয় দিবস ও বড়োদিন মিলিয়ে টানা ছুটি শেষে  বৃহস্পতিবার (১

নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা

নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা। সকাল

নতুন বছরে রোজায় বন্ধ থাকবে সব কলেজ, বার্ষিক ছুটি ৭২ দিন

দেশের সব সরকারি-বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সময়সূচি প্রকাশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে তিনটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জন্য সৃষ্টি হচ্ছে নতুন ৩৭৮ পদ

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হলেন মোহাম্মদ আরশাদুর রউফ

নতুন বছরের বই পেলো মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষার্থীরা

এবার ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি চীনের, তোপের মুখে মোদি

বছরের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে বড় উত্থান, বেড়েছে লেনদেন

অপ্রতিরোধ্য ওমরজাই-আমিররা, শামীমের লড়াই সত্ত্বেও হারল ঢাকা

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে: শফিকুল আলম

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই বিএনপির প্রার্থী: সালাহউদ্দিন আহমদ

বাণিজ্য মেলার ৩ জানুয়ারি থেকে শুরু শাটল সার্ভিস

নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে: ফখরুল

কনটেইনার-কার্গো হ্যান্ডলিংয়ে বেড়েছে জাহাজ আগমন

মেট্রোরেলের পড়ে যাওয়া দুটি বিয়ারিং প্যাডই ত্রুটিপূর্ণ ছিল: তদন্ত কমিটি

নিউ ইয়ার উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত সিংগাপুরের চ‍্যার্জ দ্য অ্যাফেয়ার্স এর শুভেচ্ছা বার্তা

আরব আমিরাতে সব মসজিদে একই সময়ে জুমা আদায়ের নির্দেশ

নিউ ইয়ার উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূতের শুভেচ্ছা বার্তা

ঢাকায় অবস্থিত মরক্কো রাজ্যের দূতাবাসের শুভেচ্ছা বার্তা

এনসিপি থেকে পদত্যাগ করলেন খান মুহাম্মদ মুরসালীন

বর্তমান সময়ের কাঠামোগত বাস্তবতায় বাংলাদেশের নগর ভবিষ্যত

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের শুভেচ্ছা বার্তা

জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ