হাঁটুর বয়সি মেয়ের প্রেমে শুভাশিস, যা বললেন অভিনেতা

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১৫:১৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

হাঁটুর বয়সি এক মেয়েকে ভালোবেসে ফেলেছেন ‘মহালয়া’ খ্যাত অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। টালিপাড়ায় এমন গুঞ্জনই ছড়িয়ে পড়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অকপটে স্বীকার করেছেন অভিনেতা। জানিয়েছেন নিরালায় সময় কাটাতে সমুদ্র বেছে নেওয়ার কথা।

এবার শুভাশিস বাবুর সেই গোপন রহস্য হাটে হাঁড়ি ভাঙলেন কৌতুকাভিনেতা রাজু মজুমদার। তিনি জানালে শুভাশিসকে নিয়ে একটি সিনেমা নির্মাণের কথা। যার নাম ‘ফণীবাবু ভাইরাল’। এ সিনেমা দিয়ে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করছেন রাজু। 

'ফণীবাবু'চরিত্রে অভিনয় করছেন শুভাশিস মুখোপাধ্যায়। তার বিপরীতে আছেন ‘তরুণী ভার্যা’ রোশনি ভট্টাচাৰ্য। সে প্রসঙ্গ তুলতেই শুভাশিসের হাসি। রসিকতা করে তিনি বললেন, ভেবে আমারই গায়ে কাঁটা দিচ্ছে! এ সিনেমায় রোশনি আর তার অনেক রোমান্টিক মুহূর্ত রয়েছে, যা দেখা যাবে গানের দৃশ্যেও। 

‘ফণীবাবু ভাইরাল’ সিনেমায় আরও অভিনয় করেছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিকসহ একঝাঁক তারকা। সংসারে অবাঞ্ছিত এক বৃদ্ধ সামাজিক মাধ্যমের কল্যাণে হঠাৎ ভাইরাল হয়ে পড়ে। তারপর ওই বৃদ্ধের কাণ্ডকারখানা নিয়েই সিনেমা বলে জানান পরিচালক রাজু মজুমদার।

হঠাৎ সিনেমা পরিচালনার ইচ্ছে হলো কেন? উত্তরে রাজু বলেন, করোনাকালে বাড়িতে বসে লেখালিখি করছিলাম। সেখান থেকেই এ গল্প তৈরি। শুভাশিসদাকে ভেবেই ‘ফণীবাবু’ চরিত্রটি লিখেছি। একটা সময় কৌতুক অভিনেতাদের নিয়ে সিনেমা বানানো হতো। যেমন— ‘যমালয়ে জীবন্ত মানুষ’, ‘আশিতে আসিও না’, ‘ভানু পেল লটারি’, ‘ভানু গোয়েন্দা জহর আসিস্ট্যান্ট’ ইত্যাদি। 

শুভাশিসের তাৎক্ষণিক জবাব, সেই ধারা ফিরিয়ে আনছে রাজু। আমার চরিত্র, সিনেমার সংলাপ খুব মজার। আমরা যা পরিস্থিতির মধ্য দিয়ে প্রতিদিন যাচ্ছি, এ সিনেমা হয়তো টাটকা অক্সিজেন জোগাবে । 

আমার বার্তা/এল/এমই