যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে আইসিই এজেন্টের গুলিতে নারী নিহত
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১১:১২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে আইসিই এজেন্টের গুলিতে ৩৭ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে। তবে কীভাবে এই ঘটনার সূত্রপাত হয়েছিল, তা নিয়ে ফেডারেল ও স্থানীয় সরকারের কর্মকর্তাদের বক্তব্যে বিশাল ফারাক রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছেন, নিহত নারী রেনি নিকোল গুড একজন 'সহিংস দাঙ্গাবাজ' ছিলেন।
তাদের ভাষ্য অনুযায়ী, তিনি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টদের গাড়িচাপা দেওয়ার চেষ্টা করছিলেন। তখন এক এজেন্ট আত্মরক্ষার জন্য তার গাড়ির দিকে গুলি ছোড়েন।
এই বক্তব্য মানছেন না স্থানীয় (শহর) ও অঙ্গরাজ্য সরকারের প্রতিনিধিরা। একইসঙ্গে জাতীয় পর্যায়ের ডেমোক্রেট নেতারাও সেই সরকারি বিবরণকে প্রশ্নবিদ্ধ করছেন।
মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে বলেছেন, 'এটি ক্ষমতার বেপরোয়া ব্যবহার, যার ফলে একজনের মৃত্যু হয়েছে।' তিনি আইসিই এজেন্টদের উদ্দেশে বলেন, 'আমাদের শহর ছেড়ে চলে যান।'
প্রত্যক্ষদর্শীদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, একটি গাঢ় লাল রঙের এসইউভি মিনিয়াপোলিসের একটি সড়ক আটকে দাঁড়িয়ে আছে। ফুটপাথের পাশে একদল মানুষকে দেখা যায়, যারা সম্ভবত বিক্ষোভ করছিলেন।
ঘটনাস্থলের আশপাশে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি দেখা যায়। আইসিই এজেন্টদের সড়কে দাঁড়িয়ে থাকা গাড়িটির কাছে এসে ট্রাক থেকে নামেন এবং স্টিয়ারিংয়ে থাকা নারীকে এসইউভি থেকে বেরিয়ে আসতে নির্দেশ দেন। এক এজেন্টকে চালকের পাশের দরজার হাতল টানতেও দেখা যায়।
গাঢ় লাল রঙের এসইউভিটি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে আরেক এজেন্ট গুলি চালান। তিনটি গুলির শব্দ শোনা যায়, এরপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের সড়কে পার্ক করা একটি সাদা রঙের গাড়ির সঙ্গে ধাক্কা খায়।
এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ট্রাম্প প্রশাসন মিনিয়াপোলিসে বড় আকারের অভিবাসনবিরোধী অভিযান চালাচ্ছে।
আমার বার্তা/জেএইচ
