ই-পেপার রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

উবারের নতুন রোবট্যাক্সি লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু

আমার বার্তা অনলাইন:
০৬ জানুয়ারি ২০২৬, ১৬:৩৫

স্বয়ংচালিত গাড়ির প্রতিযোগিতায় নতুন ধাপ যোগ করল উবার। লুসিড মোটরস ও স্বয়ংচালিত প্রযুক্তি প্রতিষ্ঠান নুরোর সঙ্গে যৌথভাবে তারা উন্মোচন করেছে তাদের নতুন রোবট্যাক্সি।

২০২৬ সালের কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) এই রোবট্যাক্সি প্রদর্শন করা হয়। আনুষ্ঠানিক প্রদর্শনের আগেই প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ গাড়িটি কাছ থেকে দেখার সুযোগ পায়।

এই রোবট্যাক্সিটি তৈরি করা হয়েছে লুসিড গ্র্যাভিটি এসইউভিকে ভিত্তি করে। গাড়িটিতে সংযুক্ত করা হয়েছে অত্যাধুনিক স্বয়ংচালিত প্রযুক্তি। প্রকল্পটি ছয় মাসেরও বেশি সময় ধরে প্রস্তুত করা হচ্ছে। এর অংশ হিসেবে উবার বিনিয়োগ করেছে ৩০ কোটি ডলার। পাশাপাশি লুসিডের কাছ থেকে ২০ হাজার বৈদ্যুতিক গাড়ি কেনার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার উবার, লুসিড ও নুরো যৌথভাবে জানায়, রোবট্যাক্সিটি ইতিমধ্যে জনসাধারণের সড়কে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। চলতি বছরই যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এরিয়ায় বাণিজ্যিকভাবে এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

প্রযুক্তিগত দিক থেকে রোবট্যাক্সিটিতে রয়েছে উচ্চ রেজুলেশনের ক্যামেরা, সলিড-স্টেট লাইডার সেন্সর এবং রাডার প্রযুক্তি। এসব সেন্সর গাড়ির বডি ও ছাদের ওপরে থাকা ‘হালো’ অংশে সংযুক্ত করা হয়েছে। গাড়ির স্বয়ংচালিত ব্যবস্থা পরিচালিত হচ্ছে এনভিডিয়ার ড্রাইভ এজিএক্স থর কম্পিউটারের মাধ্যমে।

হালো অংশে যুক্ত করা হয়েছে এলইডি লাইট। যা যাত্রীদের দূর থেকে গাড়ি শনাক্ত করতে সহায়তা করবে। ওয়েমোর স্বয়ংচালিত গাড়িতেও একই ধরনের ব্যবস্থা রয়েছে। এসব প্রযুক্তি গাড়ি তৈরির সময়ই সংযুক্ত করা হচ্ছে। যা লুসিডের অ্যারিজোনার কারখানায় সম্পন্ন হচ্ছে।

সিইএসে প্রদর্শিত এই রোবট্যাক্সিটি আগের পরীক্ষামূলক সংস্করণের তুলনায় আরও উন্নত। নতুন সংযোজন হিসেবে যুক্ত করা হয়েছে যাত্রীদের জন্য ইন্টারফেস ব্যবস্থা। হালো অংশে একটি ছোট স্ক্রিন রয়েছে যা যাত্রীদের স্বাগত জানাবে। গাড়ির ভেতরে রয়েছে আলাদা রাইড ইন্টারফেস।

যারা আগে ওয়েমোর স্বয়ংচালিত গাড়িতে চড়েছেন তাদের কাছে এই অভিজ্ঞতা পরিচিত মনে হবে। পেছনের যাত্রীদের স্ক্রিনে শহরের থ্রিডি মানচিত্র দেখা যাবে। পাশাপাশি আশপাশের গাড়ি ও পথচারীদের অবস্থানও প্রদর্শিত হবে।

এই সফটওয়্যারটি তৈরি করছে উবার। তবে এখনো এর পুরোপুরি ব্যবহারযোগ্য সংস্করণ প্রদর্শন করা হয়নি।

গাড়ির সামনে রয়েছে বড় টাচস্ক্রিন। যা লুসিড গ্র্যাভিটির ৩৪ ইঞ্চির বাঁকানো ওএলইডি ডিসপ্লে। উবার এই রোবট্যাক্সিকে প্রিমিয়াম সেবা হিসেবে চালু করতে চায়। গ্র্যাভিটি গাড়িটির ভেতরের জায়গা বেশ প্রশস্ত। দুই সারির পাশাপাশি তিন সারির সংস্করণও থাকবে।

চূড়ান্ত যাচাই ও অনুমোদন শেষ হলে রোবট্যাক্সিটির পূর্ণ উৎপাদন শুরু হবে। গাড়িগুলো লুসিডের অ্যারিজোনার কারখানা থেকেই সরবরাহ করা হবে। তবে উৎপাদনের নির্দিষ্ট সময়সূচি এখনো জানানো হয়নি।

আমার বার্তা/এল/এমই

ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রোক নিয়ে সমালোচনার ঝড়

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোক ঘিরে আন্তর্জাতিক বিতর্ক

বেসিস ডিজিটাল মার্কেটিং-কনটেন্ট সার্ভিসেস কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বেসিস) ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস বিষয়ক নতুন স্ট্যান্ডিং কমিটির

বাজারে আসা নিয়ে অনিশ্চয়তায় রয়েছে ‘ট্রাম্প মোবাইল’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে বাজারে আনার ঘোষণা দেওয়া সোনালি রঙের স্মার্টফোন ‘ট্রাম্প মোবাইল টি১

সিইএস ২০২৬: নস্টালজিয়া ছাড়িয়ে নতুন পথে মটোরোলা

মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হয়েছে প্রযুক্তির বড় মেলা সিইএস ২০২৬। সেখানেই নতুন ফোল্ডেবল ফোন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবির কলা অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ

ঢাবির প্রযুক্তি ইউনিটে ভর্তি পরীক্ষা ৪ এপ্রিল

স্বাধীন ও নিরপেক্ষভাবে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ

ঢাবিতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী নন-ফিকশন বইমেলা

আল্লাহর ওপর ভরসা ছিল, ষড়যন্ত্র টেকেনি: প্রার্থিতা ফিরে পেয়ে মান্না

ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রোক নিয়ে সমালোচনার ঝড়

পোস্টাল ব্যালটের খামে রাজনৈতিক প্রচার করলে এনআইডি ব্লক

শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনে হলফনামায় মিথ্যা তথ্য দেন

জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখতে হাইকোর্টের রুল

মুক্তিযোদ্ধা এটিএম খালেদের স্মৃতিস্তম্ভ নতুন রূপে, উদ্বোধন করলেন উপাচার্য

ভর্তি পরীক্ষা দিতে এসে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন দুই শিক্ষার্থী

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না

ভারতে কারাবন্দি অ্যাক্টিভিস্টকে মামদানির চিঠি, ক্ষুব্ধ নয়াদিল্লি

হলফনামায় প্রদর্শিত হয়নি এমন সম্পদের মালিককে শাসক হিসেবে চাই না

চবি শিক্ষককে হেনস্তার প্রতিবাদে জাবির শিক্ষকদের নিন্দা

আরব সাগরে ক্ষেপণাস্ত্র-ড্রোনের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল পাকিস্তান

প্রশাসন কঠোর না হলে মানহীন নির্বাচন হওয়ার আশঙ্কা রয়েছে: জাপা মহাসচিব

স্কুল ব্যাগে মিলল শক্তিশালী বোমা, বিস্ফোরণ ঘটাল বোম্ব ডিসপোজাল ইউনিট

ক্ষমতা জনগণের দিকে রাখতে চাইলে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকতে হবে

ঢাবি ক্যাম্পাসে শিবিরের ১৫০০ কম্বল বিতরণ