সেরা নির্বাচন করার মুখের বুলিই শুধু শুনছি: রাশেদ খান
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৯:০০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘ড. মুহাম্মদ ইউনূস বলেছেন- আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। তবে এখন পর্যন্ত সে পরিবেশ দেখা যাচ্ছে না। সব দলকে ডেকে আলোচনা করে নির্বাচনী পরিবেশ ভালো করার উদ্যোগ নিন। তবেই আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। সেরা নির্বাচন করার জন্য মুখের বুলিই শুধু শুনছি। রাজনৈতিক দলগুলোকে সান্ত্বনার বাণী শোনানো হচ্ছে।’
রোববার (৯ নভেম্বর) বিকালে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার একতারা মোড়ে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে দুর্বৃত্তদের দ্বারা ভাংচুর করা গণঅধিকার পরিষদের অফিস পরিদর্শন করেন রাশেদ খান ।
রাশেদ খান বলেন, ‘রাজনৈতিক দলগুলো বাধাহীনভাবে সভা-সমাবেশ করতে পারে, গণসংযোগ করতে পারে এ দায়িত্ব সরকারের। গণ-অভ্যুত্থানের পরে আমার কাছে মনে হচ্ছে, রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। বরং দেশে হানাহানি, মারামারি ও বিদ্বেষ বেড়েই চলেছে।’
তিনি বলেন, ‘দেশে নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি সরকার। এ নিয়ে মানুষের মনে সংশয় তৈরি হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর যেভাবে কাজ করার দরকার ছিল, তারা সেভাবে কাজ করতে পারছে না। পুলিশের মধ্যে ভয় কাজ করছে। কোনো জায়গায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না তারা। এ অবস্থা চলতে থাকলে আগামী নির্বাচন হবে সবচেয়ে সাংঘর্ষিক নির্বাচন।’
তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া যে আসন গুলোতে নির্বাচন করবে সেখানে কাউকে নমিনেশন দিবে না গণঅধিকার পরিষদ। বেগম খালেদা জিয়া অনেক কষ্টে জেল-জুলম সহ্য করেছেন, তাকে সবাই সমর্থন করবেন।’
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি প্রভাষক এম সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক রাশেদ রাজন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান আহমেদ রাইহান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো.মিশন আলী সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।
আমার বার্তা/এমই
