এবারের নির্বাচনে বিএনপিকে ছায়াশক্তির সঙ্গে লড়াই করতে হবে: টুকু
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৯:৩২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আসন্ন নির্বাচনে বিএনপিকে ছায়াশক্তির সঙ্গে লড়তে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, এই নির্বাচনীযুদ্ধ কিন্তু আট দশটা নির্বাচনী যুদ্ধের মতো না। এবার কিন্তু আমরা ছায়ার সঙ্গে যুদ্ধ করছি। যে ছায়া আমাদের মাধ্যমে প্রতিপালিত হয়ে আমাদের চেয়ে বড় হয়ে এখন আমাদেরকেই রক্তচক্ষু দেখাচ্ছে।
রোববার (৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ছায়াশক্তির বিষয়ে ইকবাল মাহমুদ টুকু বলেন, মুক্তিযুদ্ধের সময় তাদের হাতে যে রক্ত লেগেছিল, সে রক্তের দাগ কিন্তু এখনো শুকায়নি। মুক্তিযুদ্ধের সময় আমার মা-বোনদের যে ইজ্জতহানি হয়েছিল, সেটাও কিন্তু এখনো মুছে যায়নি। সুতরাং আপনারা যারা জাতীয়তাবাদী, আগামী নির্বাচন নিয়ে হুঁশিয়ার থাকবেন।
তিনি আরও বলেন, একটা গ্রামের মহিলার কাছে আমি প্রশ্ন করেছিলাম, যে কাকে ভোট দেবেন? উনি বলেছেন, ‘যারা রাসূলের পথে চলে তাদেরকে ভোট দেব।’ জিজ্ঞেস করলাম, সেটা কে? বলেছেন, ‘জামায়াতে ইসলাম।’
তিনি যোগ করেন, তালিম করে মহিলাদেরকে তারা বুঝিয়েছে জামায়াত হলো একমাত্র দল যে রাসূলের প্রদর্শিত পথে চলে। এটা মুনাফেকি। ধর্মকে বিক্রি করে, রাসূলকে বিক্রি করে আমাদের সরল ধর্মপ্রাণ গ্রামের মহিলাদের পথভ্রষ্ট করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং সবাই সাবধান! সবাই চোখ কান খোলা রাখুন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা কিন্তু এবার ছায়াশক্তির সঙ্গে লড়াই করব। সেই প্রস্তুতিটা নেবেন। তাহলেই এই যে ৭ নভেম্বরের জাতীয় সংহতি বিপ্লব দিবস এবং জিয়াউর রহমানের রেখে যাওয়া যে আদর্শ সেটা বেঁচে থাকবে।
আমার বার্তা/এমই
