জুলাই শহীদ-আহতরাও মুক্তিযোদ্ধা: নজরুল ইসলাম খান

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১৬:১১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, একাত্তরের মতো তারাও মুক্তিযোদ্ধা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ফার্মগেট-খামারবাড়ি এলাকায় অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সঙ্গে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, জুলাইয়ে যেভাবে হত্যা করা হয়েছে, এটা স্রেফ গণহত্যা। জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, একাত্তরের মতো তারাও মুক্তিযোদ্ধা।

তিনি বলেন, আপনারা শুনেছেন আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। মুক্তিযুদ্ধের যা কিছু আকাঙ্ক্ষা ছিল তা যদি পূরণ হতো, তাহলে গত ১৭-১৮ বছর গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতিত হয়েছে, তা হতো না। ২৪ এর গণঅভ্যুত্থানে আমাদের এত সন্তান, এত ভাই-বোন শহীদ হতো না, আহত হতো না। ২৪ এর যে গণঅভ্যুত্থান, তা আমাদের মহান মুক্তিযুদ্ধেরই একটা অংশ। আপনাদের আক্ষেপের কথা শুনে, কষ্টের কথা শুনে, আপনাদের অনেকের চোখে পানি দেখে আমাদের নেতা তারেক রহমান বলছিলেন, কীভাবে এ সমস্যার সমাধান করা যাবে?

তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের কল্যাণে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আদলে একটি পৃথক বিভাগ গঠন করা হবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষের জন্য, দেশের জন্য যারা জীবন দেয়, আহত হয়, তাদেরকে যদি শ্রদ্ধা করতে না পারি, তাহলে ভবিষ্যতে আর কেউ দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দেবে না, আহত হবে না। দেশ এবং জনগণের স্বার্থেই এই কাজ আমাদের করতে হবে। মানুষ বিশ্বাস করে দেশের জন্য যদি আমি শহীদ হই, দেশ আমাকে স্মরণ করবে, আমার হত্যাকারীদের বিচার করবে।

জুলাই শহীদ পরিবারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যারা শহীদ পরিবার আছেন, আপনাদের সঙ্গে তার (তারেক রহমান) আত্মার সম্পর্ক আছে। তাদের সুবিচারের জন্য, তাদের পরিবারের মর্যাদা রক্ষা করার জন্য, সহযোগিতা করার জন্য, সন্তানদের লেখাপড়া করার জন্য এবং মর্যাদার সঙ্গে সমাজে পুনর্বাসিত করার জন্য যে কাজ, এ কাজ তার নেতৃত্বে আমরা করবো।


আমার বার্তা/এমই