ই-পেপার রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

ক্রিকেটারদের মানসিকভাবে চাঙা করাই প্রথম লক্ষ্য: আশরাফুল

আমার বার্তা অনলাইন
০৪ নভেম্বর ২০২৫, ০৯:৫৯
আপডেট  : ০৪ নভেম্বর ২০২৫, ১০:০২

কিছুই জানতেন না তিনি। তাকে এখনই বাংলাদেশের স্পেশালিস্ট ব্যাটিং কোচ করা হতে পারে- এমন চিন্তাও আসেনি মাথায়। বোর্ড থেকেও কেউ তাকে কিছু জানাননি। কারণ, মোহাম্মদ আশরাফুল এখন অবস্থান করছেন কক্সবাজার। সেখানে জাতীয় লিগে বরিশালের খেলা চলছে। বরিশাল কোচ হিসেবে আশরাফুল দলের সঙ্গে সমুদ্র সৈকতের শহরেই অবস্থান করছেন।

সমুদ্র সৈকতের ধারে বসেই রাত সোয়া ১০টা নাগাদ সাংবাদিকদের কাছ থেকে খবর পেলেন, আয়ারল্যান্ডের সঙ্গে হোম সিরিজে তাকেই করা হয়েছে টিম বাংলাদেশের ব্যাটিং কোচ।

এ যেন স্বপ্ন সত্য হওয়ার মতোই! মোহাম্মদ আশরাফুলের আনন্দ আর ধরে না। মুঠোফোনে তাৎক্ষণিক অনুভূতি জানাতে আশরাফুল বলেন, অন্য টেস্ট খেলুড়ে দেশ হলে হয়ত আনুষ্ঠানিকভাবে খেলা ছাড়ার পরপরই একটা না একটা অফার আসতো। তবে, আমাদের দেশে সে প্র্যাকটিসটা কম। তাই এত তাড়াতাড়ি জাতীয় দলের কোচিং প্যানেলে জায়গা পাবো, তা ভাবিনি।

আশরাফুল আরও বলেন, সত্যি বলতে কী, আমি এখন জাতীয় দলের ব্যাটিং কোচ হবো, আমাকে অত বড় দায়িত্ব দেওয়া হবে- তা চিন্তাও করিনি। আশা ছিল ভবিষ্যতে বয়সভিত্তিক দলগুলোয় কোচিং করাতে পারবো হয়তো। সরাসরি বাংলাদেশ দলের স্পেশালিস্ট ব্যাটিং কোচ হবো, তা ভাবিনি। আপনাদের কাছ থেকেই শুনলাম। জানলাম। আমাকে জাতীয় দলের ব্যাটিং কোচ করা হয়েছে।

একটা গণমাধ্যমকে আশরাফুল বলেন, তার প্রথম কথা ছিল- খুব ভালো লাগছে। আমার জীবনের একটা স্বপ্ন ছিল জাতীয় দলের সঙ্গে কাজ করার। আমি মনে মনে ভাবতাম, চাইতাম আমার খেলোয়াড়ি জীবনে শেখা বিষয়গুলো এবং দীর্ঘ অভিজ্ঞতা থেকে জানা, বোঝা বিষয়গুলো বর্তমান প্রজন্ম ও ভবিষ্যত প্রজন্মের সঙ্গে শেয়ার করতে। তাদের নিয়ে কাজ করতে। মহান আল্লাহ আমাকে সে সুযোগ দিলেন। আমি আবেগ আপ্লুত। খুব ভালো লাগছে।

সাবেক এই ক্রিকেটার বলেন, প্রাণপণ চেষ্টা থাকবে জাতীয় দলের ব্যাটারদের নিয়ে কাজ করার। তাদের পারফরমেন্স যেন ভালো হয়, সেটাই হবে আমার প্রধান লক্ষ্য।

বাংলাদেশের ব্যাটারদের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো না। বেশিরভাগই ফর্মে নেই। রান খরায় ভুগছেন।

ওয়েষ্ট ইন্ডিজের সঙ্গে সাদা বলে ওয়ানডে আর টি টোয়েন্টি ফরম্যাটে সেভাবে বলতে গেলে কেউই তেমন ভালো খেলেননি। ওদিকে আয়ারল্যান্ড সিরিজ দরোজায় কড়া নাড়ছে। আগামী ১১ নভেম্বর থেকে সিলেটে প্রথম টেস্ট। আর ১৮ নভেম্বর শেরে বাংলায় দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর আবার ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজও খেলবে টিম বাংলাদেশ।

এত অল্প সময়ের মধ্যে আপনি কী করতে চেষ্টা করবেন এবং আপনার প্রথম কাজ কী হবে- এমন প্রশ্নে আশরাফুলের ব্যাখ্যা, আমার একটা সুবিধা হলো, এখন যারা জাতীয় দলে খেলছেন, তাদের প্রায় সবার সঙ্গেই আমি খেলেছি। তাদের সবাইকে খুব ভালো চিনি-জানি। সবার ব্যাটিং সম্পর্কেই মোটামুটি পরিষ্কার ধারণা আছে।

তিনি বলেন, আমি জানি তারা কে কেন ব্যর্থ হচ্ছে। আর কে কখন কী কারণে ভালো খেলছেন সেটাও আমার জানা। আমি প্রথমে ক্রিকেটারদের সঙ্গে সেটা নিয়েই কথা বলবো। এখনই স্কিল, টেকনিকে না গিয়ে তাদের মানসিকভাবে চাঙা করার চেষ্টা করবো। তাদের সঙ্গে কথা বলবো।

এক ঝাঁক বিদেশি কোচের সঙ্গে কাজ করাটা কোনো বাধা কি না, এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ জাতীয় দলের নতুন ব্যাটিং কোচের উত্তর- না, না। তা কেন হবে? আমিতো গ্লোবাল টি-টোয়েন্টি আসরে এবং বিপিএলে রংপুরের সঙ্গে কাজ করেছি। সেখানেও ভীনদেশি কোচরা ছিলেন। আমার কোনো অসুবিধাই হয়নি। আমি বেশ স্বচ্ছন্দেই কাজ করেছি। সেই অভিজ্ঞতাটা আমার ভালো। আশা করছি, আমার জাতীয় দলে কাজ করার ক্ষেত্রেও সেই অভিজ্ঞতাটাই বেশ কাজে দেবে। তাই আমি চিন্তার কোনো কারণই দেখছি না। আমি আশা করছি নিজের মতো করেই ক্রিকেটারদের নিয়ে কাজ করতে পারবো। তাদের মেন্টালি চাঙা করাই থাকবে আমার প্রথম লক্ষ্য।

আমার বার্তা/জেএইচ

জ্যোতির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুললেন তার ভাই

মাঠের বাইরের বিতর্কিত ঘটনায় টালমাটাল দেশের ক্রিকেটাঙ্গন। সম্প্রতি জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং

রেকর্ড জুটি গড়েও নিউজিল্যান্ডের কাছে ওয়েস্ট ইন্ডিজের হার

শেষ পাঁচ দিনে তৃতীয়বার নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি গেল শেষ ওভারে। আর টানা দ্বিতীয়বার

জাহানারা ইস্যুতে বিসিবির তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ নারী ক্রিকেটে তোলপাড় সৃষ্টি করেছে সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ। গত ৬

সিনিয়রদের সঙ্গে মঞ্জু স্যার খুব খারাপ ব্যবহার করতেন: শুকতারা

জাহানারা আলমের যৌন হয়রানির বিস্ফোরক অভিযোগের পর এবার মুখ খুললেন জাতীয় নারী দলের আরেক সাবেক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৌশলী কিবরিয়ার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

গাড়িবহরে হামলা, বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিমসহ আহত ৩৫

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৫ জন

সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন পাকিস্তান নৌবাহিনী প্রধান

ট্রাভেল ব্যাগে লুকিয়ে গাঁজা পাচার, র‌্যাবের হাতে ধরা স্বামী-স্ত্রী

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত

বগুড়ায় মাজার জিয়ারতের মাধ্যমে মীর স্নিগ্ধর রাজনৈতিক যাত্রা শুরু

সাবেক এমপি মেজবাহ উদ্দিনের বিচার চেয়ে সুপ্রিম কোর্টে বিক্ষোভ

ঢাকা-১৭ আসনে লড়বেন প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে

সাবেক এমপি কাজী নাবিলের ১০০ একর জমি ক্রোক ও ২২ কোটি টাকা অবরুদ্ধ

ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ

সাউন্ড গ্রেনেড-জলকামানে ছত্রভঙ্গ নন-এমপিও শিক্ষকরা

সেনাবাহিনীকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আনাসের দেখানো পথ ধরে দেশ ও মানবজাতিকে রক্ষার আহ্বান উপদেষ্টার

আমন মৌসুমে ধান ৩৪, আতপ ৪৯ ও সেদ্ধ চাল ৫০ টাকায় কিনবে সরকার

চট্টগ্রামের হাটহাজারী ও কর্ণফুলীতে নির্মিত হচ্ছে নতুন হাসপাতাল

জ্যোতির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুললেন তার ভাই

ইসলামের দৃষ্টিতে অনলাইন জুয়া হালাল নাকি হারাম, জেনে নিন

অনশন ভেঙে তারেককে আপিল করার আহ্বান ইসি সচিবের

ঢাকায় মরক্কোর ৫০তম গ্রীন মার্চ দিবস পালিত