ই-পেপার রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের

আমার বার্তা অনলাইন:
০৪ নভেম্বর ২০২৫, ১৭:১১

বাংলাদেশের আরচ্যারির পথচলা খুব বেশি দিনের নয়। স্বল্প সময়ের মধ্যে এই খেলা আন্তর্জাতিক অঙ্গনে বেশ সফলতা বয়ে আনছে। টোকিও এবং প্যারিস অলিম্পিকে বাংলাদেশের দুই আরচ্যার রোমান সানা ও সাগর ইসলাম সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন। এরপরও ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান আরচ্যারি নিয়ে ফেডারেশন কর্মকর্তারা খানিকটা সতর্ক।

বাংলাদেশের আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। তিনি পদকের সম্ভাবনা নিয়ে বলেন,‘অবশ্যই আমরা পদকের আশা করি। তবে কোনো ঘোষণা দেব না। এটা মনসংযোগের খেলা, ফলে যে কোনো কিছুই ঘটতে পারে। আমাদের প্রস্তুতি ভালো, আমরা আশাবাদী। গত আসরে আমরা রৌপ্য পেয়েছিলাম। এবারও ভালো কিছু আশা করছি।’

৮-১৪ নভেম্বর ঢাকায় এশিয়ার ৩০ দেশ নিয়ে অনুষ্ঠিত হবে ২৪ তম এশিয়ান আরচ্যারির আসর। ২০১৭ সাল থেকে আরচ্যারিতে পৃষ্ঠপোষকতা করে আসা তীর গ্রুপই এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক। রাজনৈতিক বৈরীতায় ভারতের ক্রিকেট ও নারী অ-২০ দল বাংলাদেশে আসেনি। তবে আরচ্যারিতে তারা আসছেন। কোরিয়া, চীন ও ইরানের মতো শক্তিশালী দেশের পাশাপাশি ফিলিস্তিন ও সিরিয়ার মতো যুদ্ধবিব্ধস্ত দেশের আরচ্যাররাও আসছেন বাংলাদেশে।

এ নিয়ে এশিয়ান আরচ্যারি টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান বলেন,‘এখন পর্যন্ত সব মিলিয়ে দুই শতাধিকের বেশি আরচ্যার নিবন্ধন করেছেন। আমরা আগামীকাল পর্যন্ত রেজিস্ট্রেশন গ্রহণ করব। এরপর আর আরচ্যার-কর্মকর্তা সংযোজন-বিয়োজন করা সম্ভব হবে না। ফিলিস্তিন ও সিরিয়ার আরচ্যারদের আমরা প্রয়োজনীয় সহায়তাও করছি। নারী-পুরুষ উভয় বিভাগে অনেক অলিম্পিয়ান আরচ্যার আসছেন।’

বাংলাদেশের আরচ্যারির দূতই ছিলেন মূলত রোমান সানা। আর্থিক অনিশ্চয়তায় তিনি স্ত্রী দিয়া সিদ্দিকীসহ আমেরিকা পাড়ি জমিয়েছেন। এশিয়ান আরচ্যারি আয়োজন ফেডারেশনের সাংগঠনিক দক্ষতার বহিঃপ্রকাশ হলেও আরচ্যারদের আর্থিক সক্ষমতা তেমন বাড়েনি। এ নিয়ে ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন,‘আরচ্যারি দলে থাকা প্রায় সবাই কোনো না কোনো দলের সঙ্গে সম্পৃক্ত। সেখান থেকে তারা চাকরিসূত্রে অর্থ পান। এরপরও আমরা ফেডারেশন তাদের সম্মানী দিয়ে থাকি।’

আরচ্যারি ফেডারেশন অন্য কয়েকটি ফেডারেশনের তুলনায় খানিকটা স্বাবলম্বী। আরচ্যাররা বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য বয়ে আনেন। এর বিপরীতে ফেডারেশনের আনুষ্ঠানিক আর্থিক পুরস্কার তেমন থাকে না। টুর্নামেন্ট/গেমস ভেদে আর্থিক পুরস্কারের নীতিমালা নিয়ে প্রশ্ন হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

৩০ দেশ নিয়ে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ৮-১৪ নভেম্বর এশিয়ান আরচ্যারি অনুষ্ঠিত হবে। জাতীয় ক্রীড়া পরিষদ ৬ মাস আগে স্টেডিয়াম বরাদ্দ দিয়েছিল। ১৩ নভেম্বর বাংলাদেশ-নেপাল ম্যাচের জন্য এখন আরচ্যারিকে পদকের ম্যাচগুলো ১৩-১৪ নভেম্বর আর্মি স্টেডিয়ামে আয়োজন করতে হচ্ছে। ফেডারেশনের সভাপতি মোখলেসুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বর্তমানে পরিকল্পনা কমিশনের সদস্য। ভেন্যু সংকট ও সমন্বয়হীনতা নিয়ে বলেন, ‘এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আর মন্তব্য করে নেগেটিভিটি ছড়াতে চাই না। আমি সাধারণ সম্পাদককে আগামীতে এজন্য আরো বেশি সমন্বয় করার নির্দেশনা দিয়েছি।’

এশিয়ান আরচ্যারির পাশাাপশি ঢাকায় এশিয়ান আরচ্যারির কংগ্রেস অনুষ্ঠিত হবে। ৮ নভেম্বরের কংগ্রেসে সভাপতি প্রার্থী বাংলাদেশের কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি কোরিয়ার হুন্দাই মটর গ্রুপের সিইও ইউসুন চুং। সামাজিক ও আর্থিক ক্ষমতাসম্পন্ন প্রার্থীকে হারানোর আশাবাদ বাংলাদেশের বিশিষ্ট সংগঠক চপলের, ‘আমি আরচ্যারি নিয়ে দীর্ঘদিন কাজ করছি। আমরা সঙ্গে এশিয়ার অনেক দেশেরই সুসম্পর্ক রয়েছে। আপনাদের দোয়া থাকলে ইনশাআল্লাহ ইতিবাচক কিছুই হবে।’

কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল এশিয়ান আরচ্যারির প্রথম সহ-সভাপতি পদে দুই মেয়াদে কাজ করছেন। বাংলাদেশ ছাড়াও এশিয়ার অন্য দেশের আরচ্যারি উন্নয়নে তার ভূমিকা রয়েছে। এশিয়ার কয়েকটি দেশে তিনি আরচ্যারির উপদেষ্টা হিসেবেও কাজ করছেন।

আমার বার্তা/এমই

জ্যোতির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুললেন তার ভাই

মাঠের বাইরের বিতর্কিত ঘটনায় টালমাটাল দেশের ক্রিকেটাঙ্গন। সম্প্রতি জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং

রেকর্ড জুটি গড়েও নিউজিল্যান্ডের কাছে ওয়েস্ট ইন্ডিজের হার

শেষ পাঁচ দিনে তৃতীয়বার নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি গেল শেষ ওভারে। আর টানা দ্বিতীয়বার

জাহানারা ইস্যুতে বিসিবির তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ নারী ক্রিকেটে তোলপাড় সৃষ্টি করেছে সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ। গত ৬

সিনিয়রদের সঙ্গে মঞ্জু স্যার খুব খারাপ ব্যবহার করতেন: শুকতারা

জাহানারা আলমের যৌন হয়রানির বিস্ফোরক অভিযোগের পর এবার মুখ খুললেন জাতীয় নারী দলের আরেক সাবেক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৌশলী কিবরিয়ার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

গাড়িবহরে হামলা, বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিমসহ আহত ৩৫

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৫ জন

সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন পাকিস্তান নৌবাহিনী প্রধান

ট্রাভেল ব্যাগে লুকিয়ে গাঁজা পাচার, র‌্যাবের হাতে ধরা স্বামী-স্ত্রী

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত

বগুড়ায় মাজার জিয়ারতের মাধ্যমে মীর স্নিগ্ধর রাজনৈতিক যাত্রা শুরু

সাবেক এমপি মেজবাহ উদ্দিনের বিচার চেয়ে সুপ্রিম কোর্টে বিক্ষোভ

ঢাকা-১৭ আসনে লড়বেন প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে

সাবেক এমপি কাজী নাবিলের ১০০ একর জমি ক্রোক ও ২২ কোটি টাকা অবরুদ্ধ

ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ

সাউন্ড গ্রেনেড-জলকামানে ছত্রভঙ্গ নন-এমপিও শিক্ষকরা

সেনাবাহিনীকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আনাসের দেখানো পথ ধরে দেশ ও মানবজাতিকে রক্ষার আহ্বান উপদেষ্টার

আমন মৌসুমে ধান ৩৪, আতপ ৪৯ ও সেদ্ধ চাল ৫০ টাকায় কিনবে সরকার

চট্টগ্রামের হাটহাজারী ও কর্ণফুলীতে নির্মিত হচ্ছে নতুন হাসপাতাল

জ্যোতির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুললেন তার ভাই

ইসলামের দৃষ্টিতে অনলাইন জুয়া হালাল নাকি হারাম, জেনে নিন

অনশন ভেঙে তারেককে আপিল করার আহ্বান ইসি সচিবের

ঢাকায় মরক্কোর ৫০তম গ্রীন মার্চ দিবস পালিত