ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে প্লে-অফে রংপুর
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১৭:০৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

টানা তিন ম্যাচ জেতার পর টানা তিন ম্যাচে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল রংপুর রাইডার্স। এরই মধ্যে গত ম্যাচের আগে নুরুল হাসান সোহানকে সরিয়ে লিটন দাসকে অধিনায়কত্ব দিয়েও হার এড়াতে পারেনি রংপুর। অবশেষে জয়ের মুখ দেখল উত্তরবঙ্গের দলটি। ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর। সেই সঙ্গে নোয়াখালীর পর বিদায় নিশ্চিত হলো ঢাকারও।
প্লে-অফে রংপুর, হেরে বিদায় ঢাকার
শনিবার (১৭ জানুয়ারি) মিরপুরে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ১১ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। ঢাকা এদিন টস জিতে রংপুরকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে রংপুর।
জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান তুলতে সমর্থ হয় ঢাকা।
এই জয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ খেলা নিশ্চিত করল রংপুর। ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট উত্তরবঙ্গের দলটির। এই হারের পর ৯ ম্যাচে ২ জয়ে পাওয়া ৪ পয়েন্ট নিয়ে পাঁচে ঢাকা। শেষ ম্যাচে জয় পেলেও আর রংপুরকে টপকে প্লে-অফ খেলা সম্ভব নয় তাদের জন্য।
রংপুরকে এদিন দারুণ শুরু এনে দেন দুই ওপেনার দাভিদ মালান ও তাওহীদ হৃদয়। ১৪ ওভারেই ১২৬ রান স্কোরবোর্ডে যোগ করে তারা।
১৫তম ওভারে মালানকে বোল্ড করে ঢাকাকে উইকেট এনে দেন তাসকিন আহমেদ। ৪৯ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৭৮ রান করেন এই ইংলিশ ওপেনার। অর্ধশতক হাঁকিয়েছেন তাওহীদ হৃদয়ও।
দলীয় ১৫৯ রানে মারুফ মৃধার বলে আউট হওয়ার আগে ৪৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলেন হৃদয়।
কাইল মেয়ার্স শেষদিকে ঝড় তোলেন। শেষ ওভারের চতুর্থ বলে আউট হওয়ার আগে ১৬ বলে ১ চার ও ২ ছক্কায় ২৪ রান করেন। তার বিদায়ের পর অধিনায়ক লিটন ক্রিজে এসে প্রথম বলেই আউট হয়ে যান।
খুশদিল শাহ ৭ বলে ৬ এবং সোহান ১ রানে অপরাজিত থাকেন।
আমার বার্তা/এল/এমই
