আইসিসিকে ২১ তারিখের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে, যা বলছে বিসিবি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১৮:০৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে অনিশ্চয়তা কাটেনি। ভারত সফর নিয়ে আপত্তির পর বিষয়টি এখন আইসিসির টেবিলে। বিসিবির দাবি, ভেন্যু পরিবর্তনের প্রশ্নে তারা নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তবে সিদ্ধান্ত কবে আসবে, তা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য সামনে আসছে। এই পরিস্থিতিতে ২১ জানুয়ারির সময়সীমা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।
ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানতে পেরেছে যে, গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত এক আলোচনার সময় আইসিসি বিসিবিকে এই সময়সীমার কথা জানিয়ে দিয়েছে। তবে এ বিষয়ে বিসিবি বলছে ভিন্ন কথা।
আজ সোমবার (১৯ জানুয়ারি) বিসিবি পরিচালক আমজাদ হোসেন এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, ‘গত শনিবার ১৭ জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন এবং আমাদের ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দলের একটি বৈঠক হয়।’
আমজাদ আরও বলেন, ‘বিকল্প ভেন্যুর জন্য আমরা অনুরোধ করি, তাদের প্রতিনিধির সঙ্গে আমাদের বিস্তরিত আলোচনা হয়। উনারা তখন আমাদেরকে বলেন, এই ব্যাপারগুলো তারা আইসিসিকে গিয়ে অবহিত করবে এবং পরবর্তীতে সিদ্ধান্ত আমাদেরকে জানিয়ে দেবে। এই ব্যাপারে নির্দিষ্ট কোন তারিখ বা করে নাগাদ জানাবেন এমন কিছু জানানি। শুধুমাত্র বলেছে আমাদেরকে পরবর্তী তারিখটা করে হবে জানিয়ে দেবে।’
আমার বার্তা/এমই
