
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে কিশোর গ্যাং এর দুপক্ষের সংঘর্ষ হয়েছে। টানা ৪ ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণ হয়। ভাঙচুর করা হয় বসতঘর ও দোকানপাট। আহত হয়েছে অতন্ত পাঁচজন।
রোববার (১৮ জানুয়ারি) রাত ৮টা থেকে এগারোটা পর্যন্ত মাদারীপুর পৌরসভার বটতলা ও জেলা পরিষদ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
শহরের কালিবাড়ি এলাকার হাফেজ মহসিনের ছেলে মো. ইমদাদুল ও একই এলাকার শহীদ মিয়ার ছেলে সাগরকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে দুইমাস পূর্বে সবুজবাগ ও সদর উপজেলা এলাকার কিশোর গ্যাং-এর দুই গ্রুপের মধ্যে ফুটবল খেলা নিয়ে মারামারি হয়। এরই সূত্র ধরে সবুজবাগ এলাকার নিশাদ বেপারী ও সদর উপজেলা জিলান গ্রুপের মধ্যে রোববার রাতে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে দেশিয় অস্ত্রশস্ত্র, হাতবোমা নিয়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এ সময় অর্ধশত হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বেশ কয়েকটি বসতঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে সেনাবাহিনী, গোয়েন্দা পুলিশ ও সদর মডেল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, কিশোর গ্যাং-এর দুইপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তাদের হাতে দেশিয় অস্ত্রশস্ত্র থাকায় কিছু সময় লাগে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা।
আমার বার্তা/এল/এমই

