ই-পেপার বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

সম্প্রসারিত হবে বাংলাদেশ লোক-কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘর

আমার বার্তা অনলাইন:
০৭ জানুয়ারি ২০২৬, ১০:৫৩

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নেওয়া প্রকল্পের আওতায় নির্মাণ কাজের জন্য ৩১ কোটি ৮৮ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি’র স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ১৫৮ কোটি ৮৭ লাখ ৩৭ হাজার ৫৬৯ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এ সংক্রান্ত পৃথক দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ‘বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ’ প্রকল্পের প্যাকেজ নং-এমবি-০১(বি)-এর আওতায় নির্মাণ কাজের ক্রয়ের একটি প্রস্তাব নিয়ে আসে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।

জানা গেছে, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ-প্রকল্পের প্যাকেজ নং-এমবি-০১-(বি)-এর আওতায় নির্মাণ কাজে ক্রয়ের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে পুনঃদরপত্র আহ্বান করা হলে পাঁচটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। তার মধ্যে চারটি প্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ বিবেচিত হয়।

দরপত্রের সব প্রক্রিয়া শেষে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ঢাকার এম/এস এম.এন. হুদা কন্সট্রাকশন লিমিটেডের কাছ থেকে ৩১ কোটি ৮৮ লাখ ৭০ হাজার টাকায় প্যাকেজের পূর্ত কাজ ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একনেক থেকে প্রকল্পটি অনুমোদিত হয় ২০১৯ সালের ২২ জানুয়ারি। প্রকল্পের মেয়াদ ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

প্যাকেজের আওতায় মিউজিয়াম ভবন সম্প্রসারণ এবং অন্যান্য ভৌত অবকাঠামো প্রকল্পের আওতায় পাম্প হাউস, গার্ড শেড, ঘাটলা, আন্ডারগ্রাউন্ড রিজার্ভায়ার, ওয়াকওয়ে, কালভার্ট, কম্পাউন্ড ড্রেন, সীমানা প্রাচীর, প্রবেশপথ, শোর প্রোটেকশন, উৎসবের জন্য হাট বা কটেজ, গাড়ি পার্কিং, প্রধান গেট এবং বিদ্যমান মিউজিয়াম ভবনের সংস্কার অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ‘বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি এর স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় ছয়তলা একটি একাডেমিক সার্কেল ভবন নির্মাণের পূর্ত কাজ ক্রয়ের প্রস্তাব নিয়ে আসা হয়। উপদেষ্টা পরিষদ কমিটি এটিও অনুমোদন দিয়েছে।

জানা গেছে, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি এর স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ছয়তলা ভিত বিশিষ্ট ছয়তলা একটি একাডেমিক সার্কেল ভবন নির্মাণের পূর্ত কাজ ক্রয়ের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। তার মধ্যে মাত্র একটি প্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ হয়।

দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি’র সুপারিশে একমাত্র রেসপনসিভ দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (টিসিইএল) এবং শেলটেক ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এসইএল) কাছ থেকে ১৫৮ কোটি ৮৭ লাখ ৩৭ হাজার ৫৬৯ টাকায় এই পূর্ত কাজ ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রকল্পটির মেয়াদ ২০১৮ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত। প্রকল্পের প্রথম সংশোধন একনেক থেকে অনুমোদিতে হয় ২০২৩ সালের ৪ অক্টোবর।

প্যাকেজের আওতায় আছে চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ছয়তলা একাডেমিক সার্কেল বিল্ডিং নির্মাণ, যার মধ্যে রয়েছে সিভিল, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, ফায়ার ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম এবং গ্যাস সংযোগ।

আমার বার্তা/এল/এমই

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ১৫ কোটি টাকারও বেশি বিমা দাবি পরিশোধ

অভিভাবকের মৃত্যু বা আকস্মিক অসুস্থতার কারণে কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়,

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে থাকছে ১৪ শতাংশ ছাড়

দেশের অন্যতম বিমান সংস্থা নভোএয়ার আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) ১৪তম বর্ষে পদার্পণ করছে।  বৃহস্পতিবার (৮ জানুয়ারি)

সাধারণ বিমা ব্যবসায় বক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত

  সাধারণ বিমার সব বক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত করেছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ

বিদেশগামী যাত্রীদের পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট করতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা সর্বোচ্চ ৩০০টাকা ফি নিতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ১৫ কোটি টাকারও বেশি বিমা দাবি পরিশোধ

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে সম্মতি ট্রাম্পের

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে থাকছে ১৪ শতাংশ ছাড়

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার ঘটনায় পরিবারের মামলা

দিপু হত্যা: লাশ পোড়ানোয় ‘নেতৃত্ব’ দেওয়া ইয়াছিন আরাফাত গ্রেপ্তার

জকসুতে শিবির প্যানেল থেকে নির্বাচন করা ইনকিলাব মঞ্চের ২ প্রার্থীর জয়

প্রয়োজনে খামেনিকে হত্যা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প

সাধারণ বিমা ব্যবসায় বক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত

চট্টগ্রামে সড়কের পাশে উদ্ধার হওয়া শিশুটির পাশে দাঁড়ালো ‘স্বপ্ন’

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ

জাতিসংঘের সংস্থাসহ ৬৬ আন্তর্জাতিক সংগঠনকে ছুঁড়ে ফেলছে যুক্তরাষ্ট্র

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৭ অভিবাসী আটক

‘অনির্দিষ্টকালের জন্য’ ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র: রুবিও

শৈত্যপ্রবাহ বইছে ২৪ জেলায়, সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

সীমান্তে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র

নির্বাচনে দেশের ৪৮৯ উপজেলায় মোতায়েন থাকবে বিজিবি

ক্রিপ্টোকারেন্সি প্রতারণার মূলহোতা কম্বোডিয়ায় গ্রেপ্তার

মোট অভিবাসীর ৬৭ শতাংশই সৌদি আরবে: রামরু