ই-পেপার বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

ডিসেম্বরে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব, দ্বিতীয় আমিরাত

আমার বার্তা অনলাইন
০৭ জানুয়ারি ২০২৬, ১১:০০

বিদায়ী ডিসেম্বর মাসে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে যে, ডিসেম্বরে দেশে মোট ২২২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

একক দেশ হিসেবে বরাবরের মতো এবারও শীর্ষ স্থান দখল করেছে সৌদি আরব। দেশটি থেকে প্রবাসীরা পাঠিয়েছেন ৪৯ কোটি ১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এর পরেই দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ কোটি ৬০ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। রেমিট্যান্সের এই উর্ধ্বমুখী প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

শীর্ষ ১০ দেশের তালিকায় মধ্যপ্রাচ্যের পাশাপাশি ইউরোপ ও এশিয়ার বেশ কিছু দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যুক্তরাজ্য থেকে এসেছে ৪০ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ডলার এবং মালয়েশিয়া থেকে এসেছে ৩২ কোটি ২৮ লাখ ২০ হাজার ডলার।

এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ২৫ কোটি ৯২ লাখ ৭০ হাজার, ইতালি থেকে ১৯ কোটি ৫৩ লাখ ১০ হাজার এবং ওমান থেকে ১৮ কোটি ৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। তালিকার অন্য দেশগুলোর মধ্যে কুয়েত, কাতার ও সিঙ্গাপুর থেকেও উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী আয় দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

ব্যাংকিং খাতের বিশ্লেষণে দেখা যায়, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সর্বোচ্চ ২২৯ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৫৭ কোটি ২৩ লাখ ৬০ হাজার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার এসেছে।

রেমিট্যান্সের এই প্রবাহকে গত বছরের ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে দেখছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছিল গত মার্চে, যার পরিমাণ ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। গত নভেম্বর মাসেও ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন, যা ছিল দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ আয়ের রেকর্ড। বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত করতে সরকারি প্রণোদনা ও বিভিন্ন উদ্যোগ কাজ করছে বলে মনে করা হচ্ছে।

আমার বার্তা/জেএইচ

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ১৫ কোটি টাকারও বেশি বিমা দাবি পরিশোধ

অভিভাবকের মৃত্যু বা আকস্মিক অসুস্থতার কারণে কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়,

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে থাকছে ১৪ শতাংশ ছাড়

দেশের অন্যতম বিমান সংস্থা নভোএয়ার আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) ১৪তম বর্ষে পদার্পণ করছে।  বৃহস্পতিবার (৮ জানুয়ারি)

সাধারণ বিমা ব্যবসায় বক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত

  সাধারণ বিমার সব বক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত করেছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ

বিদেশগামী যাত্রীদের পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট করতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা সর্বোচ্চ ৩০০টাকা ফি নিতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ১৫ কোটি টাকারও বেশি বিমা দাবি পরিশোধ

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে সম্মতি ট্রাম্পের

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে থাকছে ১৪ শতাংশ ছাড়

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার ঘটনায় পরিবারের মামলা

দিপু হত্যা: লাশ পোড়ানোয় ‘নেতৃত্ব’ দেওয়া ইয়াছিন আরাফাত গ্রেপ্তার

জকসুতে শিবির প্যানেল থেকে নির্বাচন করা ইনকিলাব মঞ্চের ২ প্রার্থীর জয়

প্রয়োজনে খামেনিকে হত্যা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প

সাধারণ বিমা ব্যবসায় বক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত

চট্টগ্রামে সড়কের পাশে উদ্ধার হওয়া শিশুটির পাশে দাঁড়ালো ‘স্বপ্ন’

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ

জাতিসংঘের সংস্থাসহ ৬৬ আন্তর্জাতিক সংগঠনকে ছুঁড়ে ফেলছে যুক্তরাষ্ট্র

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৭ অভিবাসী আটক

‘অনির্দিষ্টকালের জন্য’ ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র: রুবিও

শৈত্যপ্রবাহ বইছে ২৪ জেলায়, সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

সীমান্তে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র

নির্বাচনে দেশের ৪৮৯ উপজেলায় মোতায়েন থাকবে বিজিবি

ক্রিপ্টোকারেন্সি প্রতারণার মূলহোতা কম্বোডিয়ায় গ্রেপ্তার

মোট অভিবাসীর ৬৭ শতাংশই সৌদি আরবে: রামরু