ই-পেপার বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩

শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রাখতে হবে: শিক্ষা সচিব

আমার বার্তা অনলাইন
২০ জানুয়ারি ২০২৬, ১৪:০২

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন বলেছেন, শিক্ষা ব্যবস্থার মূল কেন্দ্রে শিক্ষার্থীদের রাখতে হবে। কারণ, প্রতিটি শিশুই আলাদা। তাদের শেখার গতি ও সক্ষমতাও ভিন্ন। তাই শ্রেণিকক্ষের শিক্ষণপ্রক্রিয়া হতে হবে আনন্দময়, শিক্ষার্থী-কেন্দ্রিক ও সহানুভূতিশীল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা সচিব বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ একটি উৎসবের আয়োজন হলেও এটি একইসঙ্গে আমাদের শিক্ষাদান কাঠামো ও শিক্ষা দর্শনকে পুনর্মূল্যায়নের সুযোগ করে দিয়েছে। সারা দেশে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। ইউনিয়ন পর্যায় থেকে শুরু হয়ে উপজেলা, জেলা, অঞ্চল পেরিয়ে জাতীয় পর্যায়ে গতকাল প্রায় ৯০০ প্রতিযোগী অংশ নেন। এই দীর্ঘ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সবাই প্রশংসার দাবিদার।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সবচেয়ে বড় বিষয় শুদ্ধ ও সুনিপুণ মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলা। যে কাজই করা হোক না কেন, শতভাগ মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে করতে হবে এবং নিজেদের শক্তির ওপর বিশ্বাস রাখতে হবে। যারা জাতীয় পর্যায়ে বিজয়ী হয়েছেন, তাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। শিক্ষা শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ নয়। এবার জেলা পর্যায় থেকে ফিরে যাওয়া প্রতিযোগীরা যেন ভবিষ্যতে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করতে পারে এবং জাতীয় পর্যায়ের শিক্ষার্থীরা যেন বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করতে পারে সে লক্ষ্যে নিজেদের প্রস্তুত করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রতি আহ্বান জানিয়ে রেহানা পারভীন বলেন, শিক্ষকরা কেবল জ্ঞানদাতা নন, তারা শিক্ষার্থীদের পথপ্রদর্শক। অবকাঠামো বা সুযোগ-সুবিধা যেমনই হোক, গঠনমূলক চিন্তা ও উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানকে পরিচ্ছন্ন, নিরাপদ ও শিক্ষার্থীদের জন্য আনন্দদায়ক করে তুলতে হবে।

শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, তত্ত্বাবধানে থাকা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে যেন সর্বোত্তম পর্যায়ে উন্নীত করা যায়, সে লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।

আমার বার্তা জেএইচ

সুখবর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিদের জন্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির

পুনর্বহাল ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলন

এক যুগের বেশি সময় আগে গত বছরের মে মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিচ্যুত ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীকে

শিক্ষা মানে শুধু পরীক্ষা নয়, মেধার বহুমাত্রিক বিকাশ: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, শিক্ষার্থীদের মেধা মানে শুধু একাডেমিক উৎকর্ষ নয়।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বাদ পড়লে আইনি পথে যাবে বিসিবি

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা পেলেন ফুটবল প্রতীক

ঝিনাইদহ-৪: রাশেদ খানের মন্তব্য, সাংবাদিকদের সতর্কতার আহ্বান

২৪ ঘণ্টায় আবহাওয়া: তাপমাত্রা অপরিবর্তিত, কুয়াশার সম্ভাবনা

মন্ত্রী হলে হবে, না হলে নয়, নির্বাচন ছাড়ব না: মান্না

ইউরোপ গাজার মার্কিন কেন্দ্র পুনর্বিবেচনা করছে

নবম পে-স্কেল: কমিশনের চূড়ান্ত বৈঠক আজ

শীতে সাইনাসের সমস্যা? ঘরোয়া সহজ কিছু পদ্ধতি সাহায্য করবে

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা অব্যাহত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়লেন

তারেক রহমানের নির্বাচনি প্রচার শুরু সিলেটে

নাটোর-১: ভাই-বোনের লড়াইয়ে বিএনপির ভোট বিভাজন

সুখবর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিদের জন্য

ইতালি-বাংলাদেশ দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা জোরদারে বৈঠক

বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি পাঠালো পিসিবি

আইন উপদেষ্টার উদ্যোগে আট জেলায় চালু ই-বেইলবন্ড

বহিষ্কারের ঝুঁকি উপেক্ষা করে নবীনগরে ভোটের মাঠে তাপস

মনোনয়ন প্রত্যাহারের পরও বিএনপির ৯২ বিদ্রোহী প্রার্থী মাঠে

বিপিএলে নতুন আকর্ষণ: রাজশাহীতে যোগ দিলেন কেন উইলিয়ামসন

পলাতক যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদের আত্মসমর্পণ