
ঢাকা-৯ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাম লিখিয়েছেন ডা. তাসনিম জারা। বুধবার (২১ জানুয়ারি) সকালে তিনি তার নির্বাচনী প্রতীক “ফুটবল” বরাদ্দ পেলেন।
ঢাকা বিভাগীয় কমিশনার এবং রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী অনুষ্ঠানে তার হাতে সরাসরি প্রতীক বরাদ্দের চিঠি তুলে দেন। জানা গেছে, ডা. তাসনিম জারাই এই প্রতীক নির্বাচন করার সময় বেছে নিয়েছিলেন।
ঢাকা-৯ আসনে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ডা. তাসনিম জারা একমাত্র স্বতন্ত্র প্রার্থী। বাকি ১১ জন বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে প্রতিযোগিতা করছেন।
এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর উপস্থিতি ভোটারদের কাছে নতুন দিকনির্দেশনা দিতে পারে। প্রতীক বরাদ্দ পাওয়ার পর ডা. তাসনিম জারা তার নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছেন।

