
দেশীয় বিনোদন অঙ্গনের পরিচিত ও আলোচিত মুখ অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানের জীবনে আসছে এক অনন্য সুখবর। খুব শিগগিরই মা হতে যাচ্ছেন তিনি। নিজের জীবনের এই আনন্দঘন সংবাদটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
মাতৃত্বের পথে পা রাখার অনুভূতি নিয়ে বেশ উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা জামান। তিনি জানান, জীবনের নতুন এই অধ্যায় তাকে আবেগে আপ্লুত করে তুলছে। একজন নারী হিসেবে মাতৃত্বের অনুভব যে কতটা গভীর ও সুন্দর—তা ভাষায় প্রকাশ করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি। পরিবার, স্বজন এবং অসংখ্য ভক্তের ভালোবাসা ও দোয়ায় তিনি কৃতজ্ঞ বলেও জানান অভিনেত্রী।
শুধু সুখবরেই থেমে থাকেননি প্রিয়াঙ্কা জামান। ভবিষ্যৎ সন্তানের জন্য আগেভাগেই নামও ঠিক করে রেখেছেন তিনি। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, পুত্র সন্তান হলে তার নাম রাখা হবে ‘আফফান বিন রাকিব’, আর কন্যা সন্তান হলে নাম হবে ‘মারিয়াম বিন্তে রাকিব’। নতুন অতিথিকে ঘিরে এখন তার দিন কাটছে স্বপ্ন, অপেক্ষা আর সীমাহীন ভালোবাসায়।
প্রিয়াঙ্কা জামানের মা হতে যাওয়ার খবরে ইতোমধ্যেই বিনোদন অঙ্গনে আনন্দের ছোঁয়া লেগেছে। সহকর্মী শিল্পী থেকে শুরু করে ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে জানাচ্ছেন শুভেচ্ছা ও অভিনন্দন।
উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিয়াঙ্কা জামান। নারায়ণগঞ্জের বাসিন্দা টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানের সঙ্গে পারিবারিক আয়োজনে সম্পন্ন হয় তাদের বিয়ে। বিয়ের অল্প সময়ের মধ্যেই সুখবরটি সামনে আসায় দম্পতির জীবনে বইছে আনন্দের জোয়ার।
নতুন অতিথিকে ঘিরে প্রিয়াঙ্কা জামানের জীবনে শুরু হতে যাচ্ছে ভালোবাসা আর দায়িত্বে ভরা এক নতুন অধ্যায়—এমনটাই মনে করছেন তার ভক্তরা।

