ই-পেপার বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩

প্রবাসীদের কল্যাণে স্থায়ী কাঠামো গড়ে তোলাই বিএনপি সরকারের বড় অবদান

নজরুল ইসলাম খান
আমার বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৬, ১৩:৫২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, প্রবাসে যারা কাজ করছেন, কাজ শেষে দেশে ফিরছেন বা ভবিষ্যতে প্রবাসে যাওয়ার চেষ্টা করছেন, তাদের সবার কল্যাণ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ লক্ষ্যেই মন্ত্রণালয়ের দায়িত্ব, কর্মকর্তা এবং নির্দিষ্ট বাজেট রয়েছে। প্রবাসীদের কল্যাণে একটি স্থায়ী কাঠামো ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলার যে উদ্যোগ, তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি সরকারের সুস্পষ্ট অবদান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, যারা প্রবাসে আছেন বা ছিলেন, তারা এই অবদান চিরদিন স্মরণ রাখবেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে রাষ্ট্রের দায়িত্বে যারা আসবেন, তারা প্রবাসী ভাই-বোনদের কল্যাণকে বিশেষ গুরুত্ব দেবেন। যারা দেশের অর্থনীতিতে সরাসরি অবদান রাখছেন, পাশাপাশি সারা বিশ্বে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করছেন, তাদের জন্য নতুন নতুন কল্যাণমূলক কর্মসূচি নেওয়া হবে। প্রবাসীদের সমস্যা যেমন বদলাচ্ছে, তেমনি সুযোগও বদলাচ্ছে। এই পরিবর্তিত সমস্যা ও সম্ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে।

নজরুল ইসলাম খান বলেন, প্রবাসে কর্মরত মানুষের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যে অর্থ সঞ্চয় করে দেশে ফেরেন, তা আসে প্রচণ্ড কষ্টের বিনিময়ে। বিদেশে প্রতারণার সুযোগ কম। কেউ মরুভূমির তীব্র গরমে, কেউ প্রচণ্ড ঠান্ডায়, আবার কেউ মালয়েশিয়ার জঙ্গলে কঠিন পরিবেশে কাজ করে কিছু টাকা জমিয়ে দেশে ফেরেন। কিন্তু সেই অর্থ যদি তারা নিজেদের ভবিষ্যৎ কল্যাণে সঠিকভাবে কাজে লাগাতে না পারেন, তাহলে অল্প সময়ের মধ্যেই সেই সঞ্চয় শেষ হয়ে যায় এবং প্রত্যাগত প্রবাসীরা আবার নিঃস্ব হয়ে পড়েন।

তিনি বলেন, প্রত্যাগত প্রবাসী শ্রমিকদের স্থায়ী কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী প্রত্যাগত শ্রমিক দলের সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। দেশের বিদ্যমান আইন, প্রচলিত ব্যবস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যে সুযোগ-সুবিধা রয়েছে, সেগুলোর আলোকে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করা যেতে পারে। প্রয়োজনে বিদ্যমান আইন, বিধান বা ব্যবস্থায় কীভাবে পরিবর্তন বা উন্নতি আনা যায়, সে বিষয়েও তারা প্রস্তাব দিতে পারেন, যাতে প্রত্যাগত প্রবাসীরা বাস্তবভাবে উপকৃত হন।

তিনি আশা প্রকাশ করে বলেন, এ ক্ষেত্রে যথেষ্ট সুযোগ রয়েছে। তবে সেই সুযোগ কাজে লাগাতে হলে আন্তরিকতা ও ধারাবাহিকভাবে কাজ করা জরুরি।

জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত শ্রমিক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন কাজলের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্ঠা নাজিম উদ্দিন আলম।

আমার বার্তা/জেএইচ

ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন ঘোষণার আশা মামুনুল হকের

ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়ে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের

পোস্টাল ব্যালটে অনিয়ম, নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিনের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পোস্টাল ব্যালট প্রণয়ন, প্রেরণ ও ব্যবহারের ক্ষেত্রে অনিয়মের

১১ দলীয় জোট থেকে বের হয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন

নানা নাটকীয়তার পরও আসন সমঝোতা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেনি ১১ দলীয় জোট। গতকাল

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের যদি কোনরকম ব্যত্যয় ঘটে তাহলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন ঘোষণার আশা মামুনুল হকের

এলডিসি থেকে উত্তরণের পর ফিনল্যান্ডে বিশেষ সুবিধা চায় বাংলাদেশ

পররাষ্ট্র মন্ত্রণালয়-নিরাপত্তা উপদেষ্টা কর্মকৌশল বের করবেন

৫ দাবিতে ক্রিকেটারদের হুঁশিয়ারি: নাজমুল না সরলে খেলবে না

পোস্টাল ব্যালটে অনিয়ম, নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিনের

সরাইলে সাংবাদিকদের সঙ্গে বিএনপির জোটের মনোনীত প্রার্থীর মতবিনিময়

তাড়াহুড়া করে জ্বালানি মহাপরিকল্পনা কার স্বার্থে, প্রশ্ন সিপিডির

১১ দলীয় জোট থেকে বের হয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন

প্রবাসীদের কল্যাণে স্থায়ী কাঠামো গড়ে তোলাই বিএনপি সরকারের বড় অবদান

নোয়াখালীতে দুই হাজারেরও বেশি হিজড়া, নিবন্ধিত ভোটার মাত্র ১৪ জন

ওসমান হাদিকে হত্যা: অভিযোগপত্র পর্যালোচনায় অসন্তোষ, বাদীর নারাজি

মানবতাবিরোধী অপরাধে জয়-পলকের অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি

বেতন কমিশন থেকে হঠাৎ মাকছুদুর রহমানের পদত্যাগ

ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন

যথাসময়ে হচ্ছে না দিনের প্রথম ম্যাচ: মিঠু

মালদ্বীপের পরিবার উন্নয়ন মন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

শেরাটনে জড়ো হচ্ছেন ক্রিকেটাররা, ১টায় সংবাদ সম্মেলন কোয়াবের

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ

ইসলামী আন্দোলনকে নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য পরিহারের আহ্বান