ই-পেপার শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে নতুন নিয়ম জারি

আমার বার্তা অনলাইন:
০৭ নভেম্বর ২০২৫, ১৯:২৭

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের নিয়োগের ক্ষেত্রে দেশটির সরকারের জারি করা নতুন ১০ শর্তে নিয়োগ প্রক্রিয়ায় একচেটিয়া ব্যবসার সুযোগ করে দিতে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির সাবেক সংসদ সদস্য ও মানবাধিকারকর্মী চার্লস সান্তিয়াগো।

গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে চার্লস সান্তিয়াগো অভিযোগ করেছেন, নতুন শর্তাবলী যেমন স্থায়ী অফিস এবং কমপক্ষে ১০ হাজার বর্গফুট জায়গা থাকতে হবে যে শর্ত দেয়া হয়েছে, তা ছোট কিন্তু নীতিগতভাবে সৎ প্রতিষ্ঠানগুলোর জন্য পূরণ করা অসম্ভব।

তিনি বলেন, এই কঠোর শর্তগুলো কেবল ‘বড় খেলোয়াড়রাই’ পূরণ করতে সক্ষম হবে, যার ফলে পূর্বে যারা এই খাত নিয়ন্ত্রণ করত, নতুন নিয়মে তারাই একচেটিয়া অধিকার বজায় রাখবে। তবে যে সমস্ত সংস্থা অতীতে শ্রম আইন লঙ্ঘন করেছে বা আর্থিক অপরাধে জড়িত ছিল, তাদের নিয়োগের অনুমতি না দেয়ার শর্তটিকে তিনি স্বাগত জানিয়েছেন এবং এটাকে ‘প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা’ বলে অভিহিত করেছেন।

অন্যদিকে অভিবাসী অধিকারকর্মী আদ্রিয়ান পেরেরা নতুন শর্তগুলোকে ‘উচ্চ স্তরের' বলে বর্ণনা করেছেন। তিনি মালয়েশিয়ার বিদেশি শ্রমিক নিয়োগ ব্যবস্থার কাঠামোগত সমস্যাগুলো সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এক্ষেত্রে ‘শূন্য নিয়োগ ফি’ নীতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিনি।

পেরেরা সতর্ক করে দিয়ে বলেন, ‘যদি আমরা আমাদের নিজস্ব আইন সংস্কার করতে না পারি, তবে কীভাবে আমরা বিদেশী কর্মী নিয়োগ অব্যাহত রাখতে পারি? এই ১০টি মানদণ্ড মেনে চলতে গেলে যোগসাজশী ব্যবসায়ী চক্র ও সিন্ডিকেট তৈরির ঝুঁকিও রয়েছে।’

আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস-এর চেয়ারম্যান চার্লস সান্তিয়াগো বলেছেন, বাস্তব সংস্কার শুরু হওয়া উচিত কর্মীদের প্রতি আচরণের মাধ্যমে, কোনো এজেন্সির ভবনের আকারের মাধ্যমে নয়। তিনি বলেন, ‘সরকারকে অবশ্যই নিয়োগ সংস্থাগুলোকে অভিবাসী কর্মীদের কাছ থেকে ফি নেয়া থেকে বিরত রাখতে হবে এবং কর্মীদের অধিকার সুরক্ষার জন্য একটি কার্যকর ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।’

সান্তিয়াগোর মতে, শোষণ বন্ধের মূল চাবিকাঠি হলো ‘শ্রমিক নিয়োগের ব্যয় নিয়োগ কর্তা বহন করবে’ নীতি বাস্তবায়ন করা, যেখানে নিয়োগকর্তারা সকল নিয়োগ খরচ বহন করবেন।

তিনি সরকারকে এজেন্সির সংখ্যা সীমাবদ্ধ না রেখে নিয়োগ ব্যবস্থা প্রসারিত করার আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি পরামর্শ দিয়েছেন, ‘নতুন কাঠামোতে স্বার্থান্বেষী গোষ্ঠী সুবিধা নিতে না পারে তা নিশ্চিত করতে সংস্থাগুলোর সততা ও রাজনৈতিক সংযোগ নিয়মিত যাচাই করা উচিত।’

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল গত সপ্তাহে এক ঘোষণায় জানান, সরকার দুই বছরের স্থগিতাদেশের পর কৃষি, বৃক্ষরোপণ ও খনি খাতে বিদেশি কর্মীদের কোটার জন্য আবেদন পুনরায় চালু করতে সম্মত হয়েছে। এর জন্য রিক্রুটিং এজেন্সির জন্য ১০ শর্ত দেয়া হয়েছে।

শর্তগুলোর মধ্যে রয়েছে: লাইসেন্স পাওয়ার পর অন্তত ৫ বছর সন্তোষজনক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা, গত ৫ বছরে কমপক্ষে ৩ হাজার কর্মী বিদেশে পাঠানোর প্রমাণ, অন্তত ৩টি ভিন্ন দেশে কর্মী পাঠানোর অভিজ্ঞতা, প্রশিক্ষণ, মূল্যায়ন ও নিয়োগ সংক্রান্ত বৈধ লাইসেন্স, সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের কাছ থেকে সদাচরণের সনদ, জোরপূর্বক শ্রম, মানবপাচার, অর্থপাচার বা অন্য কোনো অপরাধে জড়িত থাকার রেকর্ড না থাকা, নিজস্ব প্রশিক্ষণ ও মূল্যায়নকেন্দ্র থাকা যেখানে আবাসন, কারিগরী প্রশিক্ষণ ও দিকনির্দেশনা মডিউল থাকবে, অন্তত ৫ জন আন্তর্জাতিক নিয়োগকর্তার কাছ থেকে ইতিবাচক প্রশংসাপত্র এবং কমপক্ষে ১০ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব স্থায়ী অফিস থাকতে হবে।

তবে বেশিরভাগ উৎস দেশের সরকার এরই মধ্যে মালয়েশিয়া সরকারের এই শর্তগুলোর নাকচ করে দিয়েছে। নেপাল জানিয়েছে, এসব শর্ত তাদের শ্রম আইন ও নীতির পরিপন্থি এবং একেবারেই অগ্রহণযোগ্য। ফলে এই শর্তে কর্মী পাঠাবে না নেপাল।

আমার বার্তা/এল/এমই

অবৈধ প্রবাসীদের জন্য নতুন উদ্যোগ সৌদি আরবের

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সৌদি আরবের বিমানবন্দর ও সীমান্তে যাত্রী চলাচলকে আধুনিক প্রযুক্তির আওতায় আনতে চালু

মালদ্বীপের ফার্স্টলেডিকে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি বই উপহার

মালদ্বীপের ফার্স্টলেডি সাজিদা মোহাম্মদকে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি বই ‘আর্ট অব ট্রায়াম্ফ’ উপহার দিলেন দেশটিতে নিযুক্ত

মালদ্বীপে রিসোর্টের বর্জ্য তেল বিক্রির অভিযোগে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

মালদ্বীপের বিভিন্ন রিসোর্ট থেকে ফেলে দেয়া বর্জ্য তেল অবৈধভাবে বিক্রি করার অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার

মালয়েশিয়ায় ১৮৪ জন অবৈধ অভিবাসী আটক, রয়েছেন বাংলাদেশিও

মালয়েশিয়া নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগ বৃহস্পতিবার সকালে নিলাইয়ের একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ১৮৪ জন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের জামায়াতের কড়া সমালোচনা হেফাজত আমিরের

চুক্তিভিত্তিক নিয়োগের ফলে প্রশাসনে অসন্তোষ বাড়ছে

দুদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

গাঁজা বিক্রিতে বাধা দেওয়ায় খুন হন ছাত্রদল নেতা সাম্য

চট্টগ্রামের হালিশহরে ছুরিকাঘাতে যুবক নিহত

পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৬

রমনায় সেন্ট মেরি’স ক্যাথেড্রাল গির্জার সামনে ককটেল বিস্ফোরণ

বিএসইসির নতুন মার্জিন রুলসের গেজেট প্রকাশ

পুতিনের সঙ্গে এখনও বৈঠকের সুযোগ আছে: ডোনাল্ড ট্রাম্প

সরাইলে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

ভেস্তে গেলো আফগানিস্তান-পাকিস্তান আলোচনা, পাল্টাপাল্টি হামলার শঙ্কা

টানা দর পতনে বাজার মূলধন হারালো সাড়ে ৮ হাজার কোটি টাকা

দেড় বছরেও খেলা শুরু হয়নি কুবির বাস্কেট বল গ্রাউন্ডে

গ্রামীণফোন ‘ফিউচারমেকার্স’এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলনে যোগ দেবে না যুক্তরাষ্ট্র

রাজধানীতে মধ্যরাতে প্রাইভেট কারের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

এনআইডি ও ভোটার তালিকা নিয়ে ইসির গুরুত্বপূর্ণ সভা রোববার

ঝিনাইদহের মাঠে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

কপ-৩০ সম্মেলন : ন্যায়বিচারের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান

উত্তরায় আজমপুরে প্রাইভেটকারের ধাক্কায় ব্যবসায়ী নিহত