
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর ঠিক এক মাস বাকি। এমন সময়ে চোটে থাকা খেলোয়াড়দের নিয়ে নিউজিল্যান্ড তাদের ১৫ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করল। ইনজুরি কাটিয়ে ওঠার লড়াইয়ে থাকা দুই পেস বোলার লকি ফার্গুসন ও ম্যাট হেনরি আবার বিশ্বকাপ চলাকালে কিছুদিনের জন্য পিতৃত্বকালীন ছুটিও পাবেন।
ফার্গুসন ও হেনরি দুজনেই কাফ ইনজুরি থেকে ফিরতে যাচ্ছেন। নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফার্গুসন ও হেনরির স্ত্রী বিশ্বকাপ চলাকালে সন্তান জন্ম দিতে পারে, এজন্য তাদের স্বল্পসময়ের জন্য ছুটি দেওয়ার সম্ভাবনা আছে।’ তাদের সঙ্গে দলে আছেন চোট পাওয়া আরও তিন খেলোয়াড় ফিন অ্যালেন (আঙুল/হ্যামস্ট্রিং), মার্ক চাপম্যান (গোড়ালি) ও অধিনায়ক মিচেল স্যান্টনার (অ্যাডাক্টর)। ২০২৪ সালের নভেম্বর থেকে নিউজিল্যান্ডের কোনো ম্যাচ খেলেননি ফার্গুসন।
নিউজিল্যান্ড ক্রিকেটের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ‘চোটাক্রান্ত খেলোয়াড়দের প্রত্যেকেই মাঠে ফেরার পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন এবং টুর্নামেন্টের আগে ফিট হয়ে ওঠার পথেই রয়েছেন।’
জুলাইয়ে শেষবার জাতীয় দলে খেলা অ্যাডাম মিলনে ও অলরাউন্ডার জেমস নিশাম আছেন দলে। প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছেন জ্যাকব ডাফি। ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে আছেন কাইল জেমিসন। গত অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা টিম রবিনসন জায়গা পাননি। টপ অর্ডারে অ্যালেন, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট আছেন। উইকেটকিপিং করবেন সেইফার্ট, কনওয়ে তার ব্যাকআপ।
‘ডি’ গ্রুপে নিউজিল্যান্ড আফগানিস্তান, কানাডা, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতরে সঙ্গে খেলবে। ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে তাদের প্রথম ম্যাচ আফগানদের সঙ্গে।
নিউজিল্যান্ড স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট, ইশ সোধি।
ট্র্যাভেলিং রিজার্ভ : কাইল জেমিসন।
আমার বার্তা/জেএইচ

